জনসাধারণের জন্য উন্মুক্ত হলো লিবিয়ার জাতীয় জাদুঘর

লিবিয়ার জাতীয় জাদুঘর
লিবিয়ার জাতীয় জাদুঘর | ছবি: সংগৃহীত
0

২০১১ সালে গাদ্দাফির পতনের পর প্রথমবারের মতো খুলে দেয়া হয়েছে লিবিয়ার জাতীয় জাদুঘর। স্থানীয় সময় শুক্রবার (১২ ডিসেম্বর) দেশটির রাজধানী ত্রিপলিতে জাদুঘরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়।

জনসাধারণের জন্য উন্মুক্ত করায় আবারও লিবিয়ার ঐতিহাসিক অনেক গুরুত্বপূর্ণ নির্দশন দর্শনের সুযোগ পেলেন দেশটির নাগরিকরা। ২০১১ সালে গাদ্দাফির বিরুদ্ধে আন্দোলন চলাকালে আস-সারিয়া, আল-হামরা বা লাল দুর্গ নামে পরিচিত জাদুঘরটি বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন:

এরপর গভার্নমেন্ট অব ন্যাশনাল ইউনিটি দলটি ২০২১ সালে ক্ষমতায় আসার পর ২০২৩ সালে জাদুঘরটির সংস্কারের কাজ শুরু হয়।

১৯৮০ সালে প্রতিষ্ঠিত জাতীয় জাদুঘরটির আয়তন দশ হাজার বর্গমিটার। যেখানে মোজাইক ও ম্যুরালে আছে প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে লিবিয়ার রোমান, গ্রিক এবং ইসলামিক সময়কালের শিল্পকর্ম। আছে ঐতিহাসিক ভাস্কর্য, মুদ্রা এবং অন্যান্য প্রত্নসামগ্রী।

এসএইচ