এগারো দলের অংশগ্রহণে ডিসেম্বরে শুরু হবে নারী ফুটবল লিগ

মাঠে ফুটবল অনুশীন করছেন নারীরা
মাঠে ফুটবল অনুশীন করছেন নারীরা | ছবি: এখন টিভি
0

এগারো দলের অংশগ্রহণে প্রথমবার আয়োজিত হবে বাংলাদেশ নারী ফুটবল লিগ-২০২৫। সময় স্বল্পতায় ২৫ ডিসেম্বর থেকে শুরু হতে পারে এবারের আয়োজন। শিডিউল জটিলতায় জানুয়ারি মাসেই লিগ শেষ করতে চায় ফেডারেশন।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের নারী ফুটবল। মাঠের খেলায় যেমন এসেছে প্রতিদ্বন্দ্বিতা তেমনি বেড়েছে খেলার মান। খেলোয়াড়দের ধারাবাহিকতা বজায় রাখতে দরকার নিয়মিত লিগ আয়োজন।

২০২৫ সালেই এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের মূলপর্বে জায়গা করে নিয়েছে আফঈদা-ঋতুপর্ণারা। বাংলাদেশের ফুটবল ইতিহাসে অন্যতম বড় অর্জন এটি। এতো বড় অর্জনের পরেও দীর্ঘদিন ধরে নেই স্বীকৃত কোন ঘরোয়া লিগ। এবার নানা সীমাবদ্ধতা সত্ত্বেও লিগ আয়োজনে বদ্ধপরিকর বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সহ-সভাপতি ফাহাদ করিম বলেন, ‘আমাদের পক্ষ থেকে বিপিএলে পার্টিসিপেট করা দলগুলোকে চিঠি দেয়া হয়েছে অথবা যোগাযোগ করা হয়েছে। একইসঙ্গে আগে যারা পার্টিসিপেট করেছে নারী লিগে তাদেরও চিঠি দেয়া হয়েছে এবং যোগাযোগ করা হয়েছে।’

দশ ক্লাবের প্রতিনিধিদের নিয়ে লিগের প্রাথমিক আলোচনা সেরেছে বাফুফে। এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে আছে বাধ্যবাধকতা। সেই শর্ত পূরণ করেই ক্লাব সংখ্যা নির্ধারণ করছে ফেডারেশন। শিডিউল জটিলতায় জানুয়ারিতেই লিগ শেষ করতে চায় তারা।

আরও পড়ুন:

বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম আরও বলেন, ‘বিকেএসপি একটি দল দিচ্ছে। একটি প্রাইভেট করপোরেট গ্রুপও প্রথমবারের মতো দল দিয়েছে। বাকি পাঁচাটি দল তারা দীর্ঘদিন থেকে প্রতিটি লিগেই অংশগ্রহণ করে আসছে।’

প্রথম দুই বছর ফিফা উইমেন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় মেয়েদের লিগ আয়োজন করবে বাফুফে। ফিফা থেকে পূর্নাঙ্গ সহায়তা পেতে ফিফার প্রতিনিধিদের তত্ত্বাবধানে হবে এবারের আয়োজন।

ফাহাদ করিম বলেন, ‘একটি লিগ যখন ফিফার আওতায় থাকে, ফিফা একটি পয়েন্ট অব কন্টাক্টও দিবে লিগটি মনিটরিং করার জন্য, সুপারভাইজ করার জন্য। দ্যাট অলসো ভেরি গুড নিউজ।’

লিগের নিয়মকানুন ও লিগ আয়োজনে নানামুখী প্রতিবন্ধকতা থাকলেও অন্তত দুইজন করে বিদেশি খেলোয়াড় নেওয়ার সুযোগ রাখছে ফুটবল কর্তারা। নারী লিগের এ আয়োজন ভবিষ্যতে নারী ফুটবলে রূপান্তরে রাখবে বড় ভূমিকা এমনটাই আশা সংশ্লিষ্টদের।

এফএস