টঙ্গীতে সিদ্দিক হত্যার রহস্য উন্মোচন, গ্রেপ্তার ১

গ্রেপ্তার ইমরান
গ্রেপ্তার ইমরান | ছবি: এখন টিভি
0

গাজীপুরের টঙ্গীতে বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরিজীবী মো. সিদ্দিকুর রহমান হত্যার রহস্য উন্মোচিত হয়েছে। হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ছিনতাইকারী ইমরানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। টঙ্গী পূর্ব থানা পুলিশের সহায়তায় র‌্যাব-১ এর একটি যৌথ দল গতকাল (রোববার, ৭ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টায় টঙ্গীর কুখ্যাত মাদকস্পট হিসেবে পরিচিত মাজার বস্তি থেকে তাকে গ্রেপ্তার করে।

এর আগে শনিবার (৬ ডিসেম্বর) ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হন মো. সিদ্দিকুর রহমান (৫৬)। তিনি পেশায় বিদ্যুৎ ট্রান্সমিটারের স্টোরকিপার ছিলেন এবং টঙ্গী পূর্ব থানাধীন মধুমিতা রোডের বাসিন্দা।

এ ঘটনায় রোববার রাতে র‌্যাব-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান র‌্যাব-১ উত্তরা কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, প্রাথমিক তদন্তে জানা যায় শনিবার সকালে কর্মস্থল ঢাকার কেরানীগঞ্জের উদ্দেশে রওনা হন সিদ্দিকুর রহমান। টঙ্গী পূর্ব থানাধীন বন্ধন কমিউনিটি সেন্টারের সামনের ফ্লাইওভারের উপরে অভিযুক্ত ছিনতাইকারী ইমরান ভিকটিম সিদ্দিকুর রহমানের পথরোধ করে তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। বাধা দিতে গেলে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে আসামি ইমরান তার সঙ্গে থাকা ছুরি দিয়ে সিদ্দিকের বাম হাতের উপরে অংশে তিনটি আঘাত করে।

আরও পড়ুন:

এ সময় তিনি বলেন, ‘মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালানোর সময়, ছুরিকাঘাতের ফলে ছিটকে পড়া রক্ত ইমরানের জুতায় লেগে যায়। আসামি ইমরান দ্রুত সিঁড়ি দিয়ে নামার সময় তার ছুরি এবং রক্তমাখা জুতো জোড়া ঘটনাস্থলের সিঁড়িতে ফেলেই টঙ্গী পশ্চিম থানাধীন মাজার বস্তিতে আশ্রয় নেয়। আর অতিরিক্ত রক্তক্ষরণের ফলে ভিকটিম সিদ্দিক ঘটনাস্থলের নিচে সিঁড়ির কাছেই মারা যান।’

ঘটনার পরপরই টঙ্গী পূর্ব থানার এসআই এসএম মেহেদী হাসান ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করেন। পরবর্তীতে টঙ্গী পূর্ব থানা এবং র‌্যাব-১ এর একটি যৌথ তদন্ত টিম ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ এবং ফেলে যাওয়া আলামত (ছুরি ও জুতা) পর্যালোচনা করে ঘাতক ছিনতাইকারী ইমরানকে শনাক্ত করেন। পরে রোববার (৭ ডিসেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে যৌথ অভিযান চালিয়ে মাদক স্পট হিসেবে পরিচিত মাজার বস্তি থেকে আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান আরও জানান, ছিনতাইয়ের পর নিহত সিদ্দিকুর রহমানের মোবাইলটি মাজার বস্তিতে এক হাজার টাকায় বিক্রি করে দেন আসামি ইমরান। মূলত সে মাদকের টাকা জোগাড় করতেই ছিনতাই করেছে। রাতেই গ্রেপ্তার হওয়া ইমরানকে টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করেছে র‌্যাব-১।

ইএ