উৎসাহ আর আনন্দ সাথে এভাবেই দেশে দেশে জ্যোতির্বিজ্ঞানপ্রেমী, প্রকৃতিপ্রেমীরা উপভোগ করেছেন এ বছরের তৃতীয় এবং সর্ববৃহৎ ও উজ্জ্বলতম চাঁদ, সুপারমুন।
২০২৫ সালের শেষ সুপারমুন দেখার জন্য গতকাল (বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর) পাকিস্তানের সাংস্কৃতিক রাজধানী লাহোরে একত্রিত হন শিক্ষার্থী থেকে শুরু করে শত শত মানুষ। পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে উপভোগ করেন বছরের অন্যতম বৃহৎ সুপারমুন।
এদিকে এমনই এক কাল্পনিক দৃশ্যের মত বাস্তব চিত্র দেখা যায় মিশরের কায়রো সিটাডেলে। সুপারমুনের সময় সিটাডেলের পেছনে আকাশ আলোকিত হয় এক অপররূপ দৃশ্যে, যা কোনও ভৌতিক রুপকথার গল্পের থেকে কম নয়।
বৃহস্পতিবার স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জেও দর্শনার্থীরা সুপারমুনের এক মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করেছেন। চোখ ধাঁধানো, এত স্পষ্ট, এই সুপারমুনের অপূর্ব সৌন্দর্য স্প্যানিশ দ্বীপপুঞ্জবাসীদের জন্য ছিল নিঃসন্দেহে উপভোগ্য।
এদিন আর্জেন্টিনার বুয়েনস আইরেসের রিও দে লা প্লাতার তীরেও জড়ো হয়েছিল হাজারো মানুষ। লাতিন আমেরিকার দেশটির কেউ কেউ এমনকি হাতে ট্যাটু করেও এই বিরল দৃশ্য উপভোগ করেন।
আমার খুব ভালো লাগছে। এটি অকল্পনীয়। চাঁদের সব পর্যায়ের ট্যাটু করা আছে আমার। আমি রাত, তারা, চাঁদ উপভোগ করতে খুব পছন্দ করি।
আরও পড়ুন:
পূর্ণিমা আমি খুবই পছন্দ করি। এটি সবসময়ই আমাকে অনেক টানে, যেই কারণে আমি এখানে। চাঁদ এম্নিতেই অনেক সুন্দর আর যেহেতু এটা সুপারমুন, অবশ্যই এটা উপভোগ্য।
লাতিন আমেরিকার আরেক দেশ চিলি থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন স্থান থেকে এই মনোরম দৃশ্য উপভোগ করেন প্রকৃতিপ্রেমীরা।
চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে অবস্থান করে সেটিকেই সুপারমুন বলা হয়। এই সময়ে চাঁদকে পৃথিবী থেকে স্বাভাবিকের চেয়ে বড় এবং উজ্জ্বল দেখায়, কারণ এটি পৃথিবীর কক্ষপথের নিকটতম বিন্দুর কাছাকাছি বা তার ৯০ শতাংশ-এর মধ্যে থাকে।
উত্তর গোলার্ধে এ সুপারমুন ‘কোল্ড মুন’ নামে পরিচিত, কারণ এটি শীতের আগে দেখা যায়। তবে আর্জেন্টিনায় এটি গ্রীষ্মকালের আগমনী সংকেত হিসেবে দেখা যায়।
সুপারমুনের সময় চাঁদকে দেশ ভেদে স্বাভাবিক পূর্ণিমার চেয়ে প্রায় ১৩ শতাংশ বড় এবং কিছুটা বেশি উজ্জ্বল দেখায়। পৃথিবীর চারপাশে চাঁদের কক্ষপথ সম্পূর্ণ বৃত্তাকার নয়, বরং উপবৃত্তাকার। তাই চাঁদ কখনোই নির্দিষ্ট দূরত্বে থাকে না।
যখন পূর্ণিমার সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে, তখন সুপারমুন ঘটে। সাধারণত বছরে তিন থেকে চারটি সুপারমুন দেখা যায়। ২০২৫ সালে তিনটি সুপারমুন হয়েছে। এর আগে অক্টোবর ও নভেম্বরে দুটি সুপারমুন দেখা গিয়েছিল।





