উৎসাহ-আনন্দে বছরের শেষ সুপারমুন উপভোগ করলো বিশ্ব
উৎসাহ আর আনন্দের সঙ্গে এভাবেই দেশে দেশে জ্যোতির্বিজ্ঞানপ্রেমী, প্রকৃতিপ্রেমীরা উপভোগ করেছেন এ বছরের তৃতীয় ও উজ্জ্বলতম চাঁদ, সুপারমুন। যখন পূর্ণিমার সময় চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে, তখন সুপারমুন ঘটে। সাধারণত বছরে তিন থেকে চারটি সুপারমুন দেখা যায়। এটি ২০২৫ সালে তিন নম্বর সুপারমুন। এর আগে অক্টোবর ও নভেম্বর মাসে দুটি দেখা গিয়েছিল।