ইউক্রেনের নির্বাসিত শিশুদের নিরাপদ প্রত্যাবর্তনে রাশিয়াকে জাতিসংঘের আহ্বান

জাতিসংঘের লোগো
জাতিসংঘের লোগো | ছবি: সংগৃহীত
0

পুতিনের সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ফলপ্রসূ হয়নি বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যদিও ট্রাম্পের দাবি, খুব ভালো বৈঠক হয়েছে। পুতিন যুদ্ধশেষ করার ইঙ্গিত দিয়েছেন তবে যুদ্ধ বন্ধ করতে উভয়পক্ষের সম্মতি প্রয়োজন বলে মন্তব্য তার। এদিকে মস্কো থেকে ফিরে ইউক্রেনের নিরাপত্তা পরিষদ প্রধানের সঙ্গে বৈঠক করবেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ। অন্যদিকে জোরপূর্বক নির্বাসিত ইউক্রেনীয় শিশুদের নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে রাশিয়াকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এতে সমর্থন আছে যুক্তরাষ্ট্রেরও।

ইউক্রেন ইস্যুতে গেল মঙ্গলবার বৈঠকে বসেন রুশ প্রেসিডেন্ট এবং দুই বিশেষ মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং জ্যারেড ক্রুশনার । বৈঠকের পর ক্রেমলিন জানায়, ফলপ্রসূ আলোচনা হলেও যুদ্ধ বন্ধে দুইপক্ষ কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি।

মস্কো থেকে ফিরে এবার ইউক্রেনের নিরাপত্তা পরিষদ প্রধানের সঙ্গে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্লোরিডার মিয়ামি শহরে এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

এর আগে যুক্তরাষ্ট্র-রাশিয়ার উচ্চপর্যায়ের এই বৈঠক বাস্তব কোনো ফলাফল বয়ে আনতে পারে নি বলে অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধ বন্ধে ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউক্রেনের প্রতিনিধিদল বৈঠকের জন্য প্রস্তুত বলে জানিয়েছিলেন তিনি। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে জেলেনস্কি আরও বলেন, এই মুহূর্তে যুদ্ধ শেষ করার একটি ভালো সুযোগ রয়েছে।

আরও পড়ুন:

চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারলেও রুশ প্রেসিডেন্টের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক যথেষ্ট ভালো হয়েছে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘জ্যারেড কুশনার এবং স্টিভ উইটকফের সাথে রাষ্ট্রপতি পুতিনের খুব ভালো বৈঠক হয়েছে। সেই বৈঠকে কী সিদ্ধান্ত এসেছে তা আমি আপনাকে বলতে পারছি না। ইউক্রেন যুদ্ধ থামাতে উভয়পক্ষের সম্মতির প্রয়োজন। প্রেসিডেন্ট পুতিন এই যুদ্ধ শেষ করার ইঙ্গিত দিয়েছেন। আমার মনে হয় তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করতে আগ্রহী।’

এদিকে ইউক্রেন থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত শিশুদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে রাশিয়াকে আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বাস্তুচ্যুত শিশুদের প্রত্যাবাসনের প্রস্তাবটি জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপন করে ইউক্রেন, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নভূক্ত দেশগুলো। প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্রসহ ৯০ টি সদস্যরাষ্ট্র, বিপক্ষে ১২ আর ভোট দেয়া থেকে বিরত ছিল ৫৭টি দেশ।

একদিকে শান্তি প্রস্তাব নিয়ে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছেন প্রেসিডেন্ট পুতিন অন্যদিকে ইউক্রেনে নিরবচ্ছিন্ন হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। সর্বশেষ পূর্ব ইউক্রেনের স্লোভিয়ানস্ক শহরে নয়টি বোমা হামলা চালিয়েছে রুশ সেনারা। এ হামলার পর দোনেৎস্ক অঞ্চলে আর কোনো নিরাপদ এলাকা অবশিষ্ট নেই বলে জানিয়েছেন অঞ্চলটির গভর্নর।

ইএ