আজ (বুধবার, ৩ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রাণ সামগ্রী নিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ বিমান আজ দুপুর ১টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময়) কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
শ্রীলঙ্কায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস শ্রীলঙ্কার কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে ত্রাণ হস্তান্তর করেন। এসব ত্রাণসামগ্রীর মধ্যে খাদ্যপণ্য, জরুরি ওষুধ, তাঁবু এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীও রয়েছে।
আরও পড়ুন:
সময়মতো এই মানবিক সহায়তা পেয়ে শ্রীলঙ্কা সরকার বাংলাদেশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
‘ডিটওয়াহ’ ঘূর্ণিঝড় ও পরবর্তী বন্যায় এখন পর্যন্ত প্রায় ৪৬৫ জনের প্রাণহানি ঘটেছে। বহু মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।
দেশটির বিস্তীর্ণ এলাকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক অঞ্চল এখনো পানির নিচে ডুবে আছে।





