শাহজালাল বিমানবন্দরে ৪ যাত্রীর কাছ থেকে কোটি টাকার স্মার্টফোন জব্দ

জব্দকৃত স্মার্টফোন
জব্দকৃত স্মার্টফোন | ছবি: এখন টিভি
1

রাজধানীর উত্তরায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যন্তরীণ ৪ যাত্রীর কাছ থেকে কোটি টাকা মূল্যের স্মার্টফোন জব্দ করেছে বিমানবন্দর গোয়েন্দা সংস্থা। আজ (সোমবার, ১ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিজি-১৪৮) দুবাই-চট্টগ্রাম-ঢাকা ফ্লাইটে থাকা ৪ যাত্রীর কাছ থেকে মোট ১০২টি স্মার্টফোন জব্দ করা হয়।

জানা যায়, চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করলে বিমানবন্দর গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস এবং এ্যাভসেকের বিমান বাহিনীর সদস্যগণ যৌথভাবে ফ্লাইটের সব যাত্রীদের বিশেষ নজরদারিতে রাখেন।

গ্রীন চ্যানেল অতিক্রম করার সময় তল্লাশি করে ৪ মহিলা যাত্রীর (সামিয়া সুলতানা, শামিমা আক্তার, জয়নব বেগম এবং নুসরাত) শরীরে বিশেষ কায়দায় লুকানো ৩৫টি আইফোন ১৭ প্রো ম্যাক্স, ৫৫টি আইফোন ফিফটিন এবং ১২টি গুগল পিক্সেলসহ মোট ১০২টি স্মার্টফোন জব্দ করা হয়।

পরবর্তীতে ওই যাত্রীরা ফোন সম্পর্কে কোনো তথ্য না দিতে পারায় বিমানবন্দর কাস্টমস ৯৮টি মোবাইল ফোন ডিএম করেন। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি ছিয়াত্তর লাখ চল্লিশ হাজার টাকা।

উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে প্রতিনিয়ত চোরাকারবারিরা বিভিন্ন সময় স্বর্ণ, মোবাইল, সিগারেট পাচার করে থাকে। যেসব বিমান দুবাই শারজাহ থেকে ঢাকায় আগমন করেন সেসব বিমানেই এসব ঘটনা বেশি হয়ে থাকে।

বিভিন্ন সময় বিমানবন্দরের কাস্টমস ও অন্য সংস্থা তল্লাশি করার কারণে এখন পাচার কৌশলে পরিবর্তন এনেছে চোরাকারবারিরা। দুবাই, শারজাহর যে সব বিমান চট্টগ্রাম হয়ে আসে সেগুলোতে চোরাকারবারিরা তাদের নিজস্ব কিছু লোক ঢাকা আসার জন্য উঠিয়ে দেয় এবং বিমানের মধ্যেই কৌশলে স্বর্ণ, মোবাইল হস্তান্তর করে।

এএইচ