আজ (সোমবার, ১ ডিসেম্বর) বাংলামটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়ে কারাভোগের পর ২৪ জনের দেশে ফিরে আসা উপলক্ষে দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
এসময় তিনি বলেন, ‘বিএনপি-জামায়াত সমান তালে গণঅভ্যুত্থানের সুফল ভোগ করছে কিন্তু তারা সংস্কার কাজে বাধা দিচ্ছে। এ দুই দল মুক্তিযুদ্ধ ও ধর্ম নিয়ে আওয়ামী লীগের মতো দেশকে বিভাজনের দিকে ঠেলে দিয়েছে।’
আলোচনা সভায় দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এদেশে ভারতের তাঁবেদারি চলবে না। দাদাদের দাদাগিরি বন্ধ করতে হবে।’
পাটওয়ারী অভিযোগ করেন, খালেদা জিয়ার আজকের পরিস্থিতির জন্য শেখ হাসিনা ও জাতীয় পার্টি দায়ী। পরে দেশে ফিরে আসা প্রবাসী ও তাদের পরিবারের জন্য দোয়া করা হয়। এসময় বিএনপি চেয়ারপারসনের রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া চান তারা।





