‘খালেদা জিয়ার দৃঢ়তার কারণে ভারতের কবল থেকে দেশ অনেকটা রক্ষা পেয়েছিল’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের
জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের | ছবি: এখন টিভি
0

খালেদা জিয়ার দৃঢ়তার কারণে ভারতের কবল থেকে দেশ অনেকটা রক্ষা পেয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজ (সোমবার, ১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফেরার আগে এ কথা বলেন তিনি।

খালেদা জিয়ার দৃঢ়তার কারণে ভারতের কবল থেকে দেশ অনেকটা রক্ষা পেয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আজ (সোমবার, ১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে চিকিৎসা শেষে বাসায় ফেরার আগে এ কথা বলেন তিনি।

নায়েবে আমির বলেন, ‘খালেদা জিয়া একান্তভাবেই একজন দেশপ্রেমিক নেত্রী। ভারত বাংলাদেশকে গ্রাস করতে চাইলেও সেসময় তার দৃঢ় অবস্থান বাংলাদেশকে ভারতের কবল থেকে অনেকটাই রক্ষা করেছে।’

এসময় তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় নির্বাচনকে সামনে রেখে জাতীয় রাজনীতির ক্ষেত্রে বৃহৎ দলগুলোর মধ্যে আরো অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া ও নীতিগত ঐক্য তৈরির আহ্বান জানান তিনি।

গেল অক্টোবরে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হলে তার হৃদযন্ত্রে চারটি ব্লক ধরা পড়ে। এরপর সফলভাবে চারটি রিং প্রতিস্থাপনের পর সোমবার বাড়ি ফেরেন জামায়াতে ইসলামীর এ নেতা।

এএইচ