স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন নিয়ে কিছুটা স্বস্তি প্রকাশ করে তারা বলেন, তদন্ত প্রতিবেদন শহিদ পরিবারের কাছেও তুলে ধরা উচিৎ। তবে জুলাই গণঅভ্যুত্থানের পরেও বিচার চাওয়ার কারণে হত্যার হুমকি, সাইবার বুলিংসহ মানহানির চেষ্টা হচ্ছে জানিয়ে হতাশা প্রকাশ করেন তারা।
আরও পড়ুন:
এসময় অপরাধীদের অনেকেই এখনো সামরিক বাহিনীতে কাঁধে ব্যাজ লাগিয়ে ঘুরছে জানিয়ে তারা নিজেদের নিরাপত্তার শঙ্কা জানিয়ে দ্রুত নিরাপত্তার দাবি জানান। একই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও আসামিদের নাম দিয়ে নিন্দা স্তম্ভ তৈরির দাবি শহিদের সন্তানেরা।





