আজ (রোববার, ৩০ নভেম্বর) রাতে সংস্থাটির অফিশিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
ওই পোস্টে বলা হয়, মেট্রোরেলের সম্মানিত যাত্রী সাধারণের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ছাদের ওপর ১০ থেকে ১২ বছরের এক কিশোর উঠে পড়ায় মেট্রোরেল চলাচল সাময়িক বন্ধ আছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।
তবে এ বিষয়ক একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, পুলিশ সদস্যরা মই দিয়ে তাকে নেমে আসতে বলেন। যদিও তাদের পরিচয় এখনও জানা যায়নি।
পরে আরেকটি পোস্টে জানানো হয়, বাংলাদেশ সচিবালয় স্টেশনে মেট্রোরেলের ২টি কারের মধ্যবর্তী স্থানে ১ কিশোর উঠে পড়ায় মেট্রোরেল চলাচল রাত ৮ টা ২ মিনিট থেকে বন্ধ করা হয়। আজকের অবশিষ্ট সময়ের জন্য ট্রেন আর চলাচল করবে না। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।





