বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটি থেকে অর্ধশত নেতাকর্মীর পদত্যাগ

জেলা কমিটি থেকে পদত্যাগ করা নেতাকর্মীরা
জেলা কমিটি থেকে পদত্যাগ করা নেতাকর্মীরা | ছবি: এখন টিভি
4

পূর্বের কমিটি বিলুপ্ত না করে অগণতান্ত্রিক ও অস্বচ্ছভাবে নতুন কমিটি ঘোষণার অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটি থেকে অর্ধশতাধিক নেতাকর্মী পদত্যাগ করেছেন। আজ (রোববার, ৩০ নভেম্বর) সিরাজগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের এ ঘোষণা দেন তারা।

কমিটির যুগ্ম আহবায়ক- আসির ইনতেসার অয়নের সভাপতিত্বে সংবাদ সম্মেলন, বক্তব্য রাখেন সংগঠক- যুবাইর আল ইসলাম সেজান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব- ইয়াসির আরাফাত ইশান ও সংগঠক-আঞ্জারুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, সম্প্রতি যেভাবে পূর্বের বৈধ কমিটিকে বিলুপ্ত না করেই একতরফাভাবে পকেট কমিটি ঘোষণা করা হয়েছে,তা সম্পূর্ণ অগণতান্ত্রিক এবং সংগঠনের প্রতি প্রকাশ্য অবমাননা। আহ্বায়ক কমিটির মতামত উপেক্ষা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

নতুন কমিটিতে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাদের মধ্যে একাধিক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি, নারী-সংক্রান্ত অনৈতিক আচরণ, মাদক সম্পৃক্ততা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে। এমন বিতর্কিত ব্যাকগ্রাউন্ডধারী ব্যক্তিদের সঙ্গে একই কমিটিতে থাকা নীতির সঙ্গে, মূল্যবোধ ও মর্যাদার সঙ্গে সরাসরি সাংঘর্ষিক।

এর আগে ২৮ নভেম্বর ৬ মাস মেয়াদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার ২০৮ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয় কেন্দ্র থেকে।

এএইচ