আগামীতে আবারও কৃষি বিপ্লব আনবে বিএনপি: ব্যারিস্টার কায়সার কামাল

ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন
ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন | ছবি: এখন টিভি
0

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আগামীতে আবারও কৃষি বিপ্লব হবে। আজ (শনিবার, ২৯ নভেম্বর) বিকেলে নেত্রকোণার কলমাকান্দার ঐতিহাসিক নাজিরপুর মাঠে বিএনপির কৃষি কথা ও কৃষি সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিএনপিকে ভোট দিয়ে জয়যুক্ত করলে আগামীতে আবারও কৃষি বিপ্লব হবে। আজ (শনিবার, ২৯ নভেম্বর) বিকেলে নেত্রকোণার কলমাকান্দার ঐতিহাসিক নাজিরপুর মাঠে বিএনপির কৃষি কথা ও কৃষি সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

কায়সার কামাল বলেন, ‘বাংলাদেশের মূল অর্থনীতি কৃষি নির্ভর অর্থনীতি। এ কৃষকদের সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এজন্যই আমরা কৃষকদের কাছে ছুটে এসেছি। আমরা কৃষকদের সমস্যাগুলো শুনতে এসেছি। এখানে আমাদের তিনজন কৃষি বিশেষজ্ঞ রয়েছেন যারা সমস্যাগুলো চিহ্নিত করবে। আমরা নির্বাচিত হলে সে সমস্যাগুলো সমাধান করবো।’

তিনি আরও বলেন, ‘বিএনপি নির্বাচিত হলে দলের প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে খাল খননের মাধ্যমে কৃষিতে বিপ্লব এনেছিলেন আগামীতেও তারেক রহমান সেই হাল ধরে রেখে খাল খননসহ কৃষকদের সমস্যা সমাধানসহ কৃষিতে বিপ্লব আনা হবে।’

এদিকে সমাবেশের শুরুতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় সমাবেশে কৃষকরা জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাদের প্রত্যাশা তুলে ধরেন।

আরও পড়ুন:

আয়োজনে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।সমাবেশে কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের সভাপতিত্ব করেন। আয়োজনে সঞ্চালনা করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি এজমল হোসেন পাইলট ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লেংগুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান ভূঁইয়া। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক ওয়াজেদ আলী খাঁন চাষী।

এছাড়াও কৃষক সমাবেশে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর কৃষিবিদ ড. মো. শফিউল্যা মজুমদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের অধ্যাপক কৃষিবিদ ড. আহমেদ খায়রুল হাসান, অস্ট্রেলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান।

এফএস