বিএনপি ক্ষমতায় এসে প্রতিবারই অর্থনীতি সচলে ভূমিকা রেখেছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত
1

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কেবল নতুন বাংলাদেশ নয় সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে কাজ করতে চায়, যেখানে গণতন্ত্র এবং অর্থনীতি সমৃদ্ধশালী হবে। তার দল ক্ষমতায় এসে প্রতিবার অর্থনীতিকে সচল করতে ভূমিকা রেখেছে বলে জানান এই নেতা। আজ (শনিবার, ২৯ নভেম্বর) ‘দৈনিক বণিক’ পত্রিকা আয়োজিত অর্থনীতির গণতান্ত্রিকীকরণ শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি দায়িত্বশীল রাজনৈতিক দল। ওপেন ইকোনমিতে আনার ক্ষেত্রে জিয়াউর রহমান ভূমিকা রেখেছেন।’

তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে প্রতিবারই অর্থনীতিকে সচল করতে ভূমিকা রেখেছে। অর্থনীতিকে স্থিতিশীল রাখতে উদ্যোগ গ্রহণ করেছে। বিএনপি অর্থনীতিকে ধ্বংস করেছে, এটি কেউ বলতে পারেনি।’

আরও পড়ুন:

এসময় তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, ‘ব্যবসায়ীদের ব্যাপারে চিন্তাভাবনা পরিবর্তন করা দরকার। তাদেরকে বিশ্বাস করতে হবে। লুটপাটে যারা জড়িত, তাদেরকে শাস্তি দেন। কিন্তু তাদের প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব তৈরি করছি কেন? এগুলো ভাবতে হবে।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা কেবল নতুন বাংলাদেশ নয়, সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে কাজ করতে চাই। যেখানে গণতন্ত্র এবং অর্থনীতি সমৃদ্ধশালী হবে।’

এফএস