কির্তোনখোলায় কোস্ট গার্ডের অভিযান: চোরাইকৃত কয়লা ও লাইটার ভেসেলসহ ১২ জন আটক

আটক করা ১২ চোরাকারবারী
আটক করা ১২ চোরাকারবারী | ছবি: এখন টিভি
4

বরিশালে কির্তোনখোলা নদী থেকে চোরাইকৃত কয়লা ও লাইটার ভেসেলসহ ১২ জন চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড। আজ (শুক্রবার, ২৮ নভেম্বর) ভোরে চরমোনাই এর আনন্দ ঘাট এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড।

ওই এলাকায় সন্দেহজনক একটি লাইটার ভেসেল তল্লাশি করে প্রায় এক কোটি ১০ লাখ টাকা মূল্যের এক হাজার ১০০ মেট্রিক টন চোরাইকৃত কয়লাসহ ১২ জন চোরাকারবারিকে আটক করা হয়।

আরও পড়ুন:

পরে আটক করা ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কোস্ট গার্ডকে জানায়, মোংলা হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে অবৈধভাবে এসব কয়লা পাচার করা হচ্ছিলো।

জব্দকৃত কয়লা, পাচারকাজে ব্যবহৃত লাইটার ভেসেল ও আটককৃত চোরাকারবারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।

এসএস