উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ: রাতে মাঠে নামবে হাইভোল্টেজ দলগুলো

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লোগো
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের লোগো | ছবি : সংগৃহীত
0

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ইন্টার মিলানের মতো দলগুলো। এছাড়া হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে আর্সেনাল এবং বায়ার্ন মিউনিখ।

চ্যাম্পিয়ন্স লিগে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দল বায়ার্ন মিউনিখ এবং আর্সেনাল মুখোমুখি হবে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে। নিজ নিজ লিগে দুই দলই আছে টেবিলের শীর্ষে। চ্যাম্পিয়ন্স লিগেও নিজেদের দাপট ধরে রেখেছে তারা। চার ম্যাচের সবকটিতেই জয় এসেছে আর্সেনাল এবং বায়ার্নের। হেড টু হেডে অবশ্য এগিয়ে থাকছে বায়ার্নই।

আরও পড়ুন:

রাতের অন্য ম্যাচে লিভারপুলের পরীক্ষা নেবে পিএসভি আইন্দোভেন। সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অলরেডদের। শেষ দুই ম্যাচে নেই গোলের দেখা। এই ম্যাচ দিয়ে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় তাদের। আর অ্যাওয়ে ম্যাচে রিয়াল মাদ্রিদ খেলবে অলিম্পিয়াকোসের বিপক্ষে।

ইএ