চ্যাম্পিয়ন্স লিগে সেরার লড়াইয়ে রাতে মাঠে নামছে পরাশক্তি দলগুলো

উয়েফা চ্যাম্পিয়নস লিগ
উয়েফা চ্যাম্পিয়নস লিগ | ছবি: সংগৃহীত
0

চ্যাম্পিয়ন্স লিগে ইউরোপিয়ান ক্লাব সেরার লড়াইয়ে রাতে মাঠে নামছে পরাশক্তি দলগুলো। হাইভোল্টেজ ম্যাচে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার প্রতিপক্ষ চেলসি।

আসরে ৪ ম্যাচ খেলে ২ জয় আর ১ ড্রয়ে এখন পর্যন্ত দুই দলের পয়েন্ট ৭। টেবিলেও অবস্থান দশের বাইরে।

তবে আজ (মঙ্গলবার, ২৫ নভেম্বর) যারা জিতবে তাদের সামনে সুযোগ থাকবে উপরে উঠে আসার। চ্যাম্পিয়ন্স লিগে সবশেষ ম্যাচে দুই দলই অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে ড্র করলেও, নিজ নিজ লিগে আছে সেরা ছন্দে।

আরও পড়ুন:

এ ম্যাচে প্রথমবার মুখোমুখি হবেন বর্তমান সময়ের আলোচিত দুই তারকা লামিন ইয়ামাল ও এস্তেভাও।

ম্যাচটি শুরু হবে রাত ২টায়। একই সময়ে ম্যানচেস্টার সিটি খেলবে বায়ার লেভারকুসেনের বিপক্ষে।

ডর্টমুন্ড খেলবে ভিয়ারিয়ালের বিপক্ষে। আর য়্যুভেন্তাসের প্রতিপক্ষ বোদো গ্লিমট। এছাড়া নাপোলি, নিউক্যাসেল ইউনাইটেডও খেলতে নামবে পৃথক ম্যাচে।

সেজু