ভ্রাম্যমাণ আদালত সূত্র জানিয়েছে, ২০০৬ সাল থেকেই ইটভাটায় ড্রাম চিমনি ব্যবহার নিষিদ্ধ করেছে সরকার। তবুও কিছু ভাটামালিক অবৈধভাবে এই চিমনি ব্যবহার করে আসছিলেন।
খবর পেয়ে আজ সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার চরসাধিপুর এলাকায় এখন পর্যন্ত ১৩টি ইটভাটায় অভিযান চালিয়ে এগুলো গুঁড়িয়ে দেয়া হয়। অবশিষ্ট অবৈধ ভাটাগুলোতেও অভিযান চলবে বলে জানানো হয়। অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা অংশ নেন।
আরও পড়ুন:
এ ব্যাপারে কুষ্টিয়া জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. এমদাদুল হক বলেন, ‘প্রাথমিকভাবে ড্রাম চিমনি ব্যবহারকারী ভাটাগুলোতে অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ ভাটাতেই অভিযান পরিচালনা করা হবে।’




