‘একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ গ্রহণ করেই মোকাবিলা করা হবে’

ড. সালেহউদ্দিন আহমেদ
ড. সালেহউদ্দিন আহমেদ | ছবি : সংগৃহীত
0

জাতীয় নির্বাচন ও গণভোট একইদিনে আয়োজন কঠিন হলেও এ চ্যালেঞ্জকে গ্রহণ করেই তা মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

আজ (সোমবার, ২৪ নভেম্বর) সচিবালয়ে ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘গণভোটের কারণে বাজেট বাড়লেও কোনো সমস্যা হবে না। ডিসেম্বরের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের কাছ থেকে চাহিদা নিয়ে জানুয়ারি নাগাদ নির্বাচনি বাজেট চূড়ান্ত করা হবে।’

অর্থ উপদেষ্টা বলেন, ‘তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে অর্থ বরাদ্দ দেয়া হবে। স্পর্শকাতর ভোটকেন্দ্রগুলোতে বডি ক্যামেরা বরাদ্দ দেয়া হবে তবে কতগুলো বডি ক্যামেরা কেনা হবে তা স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্ধারণ করবে।’

এএইচ