এনসিপির আহ্বায়কের নেতৃত্বে এনসিপির ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘এনসিপির মধ্যে জোট নিয়ে সংশয় আছে, এমন সংবাদ সঠিক নয়, এনসিপি ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার দিকে এগোচ্ছে, যে কোনো পক্ষের সঙ্গে জোট হতে পারে।’
সারাদেশে ৩০০ প্রার্থী যাচাই বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে এবং খুব শিগগিরই এনসিপি এ তালিকা প্রকাশ করবে বলেও জানান তিনি। ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কী না এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, ‘আমরা মনে করি যদি সকল রাজনৈতিক শক্তি এবং সকল সামাজিক শক্তি যদি সবাই ঐক্যবদ্ধ থাকে তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব।’
এনসিপির আহ্বায়ক বলেন, ‘নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। তাহলে সকল রাজনৈতিক দলের আস্থার জায়গাটা নিশ্চিত করে তারপর নির্বাচনে গলে সেই নির্বাচন অংশগ্রহণমূলক হবে, সুষ্ঠু হবে।’





