পাঁচ দাবিতে বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াতসহ ৮ ইসলামী দল

জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের প্রেস ব্রিফিং
জামায়াতে ইসলামীসহ সমমনা ৮ দলের প্রেস ব্রিফিং | ছবি: এখন টিভি
1

গণভোটে ‘হ্যাঁ’— কে জয়যুক্ত করাসহ পাঁচ দফা দাবিতে আগামী ৩০ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত থেকে সাত বিভাগীয় শহরে সমাবেশ করবে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দল। আজ (বুধবার, ১৯ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে এ কথা জানান দলগুলোর নেতারা।

এসময় দলগুলোর নেতারা ৫ দফা দাবি থেকে এখনও সরে আসেননি জানিয়ে আগামী নির্বাচনে অবশ্যই লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে বলে জানান।

আরও পড়ুন:

নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ কোনো দলকে সুবিধা দেয়ার চেষ্টা হলে তা আট দল মানবে না বলেও জানান নেতারা।

এসময় দলগুলোর নেতারা আট দলের পরিধি বাড়তে পারে বলেও ইঙ্গিত দেন। এসময় জাতীয় নির্বাচনের প্রস্তুতি এবং পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলন একইসঙ্গে চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।

এসএস