রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু’দিনের চাকরি মেলা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা শুরু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরি মেলা শুরু | ছবি: এখন টিভি
0

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আজ (বুধবার, ১৯ নভেম্বর) থেকে শুরু হয়েছে দুই দিনব্যাপী নবম চাকরির মেলা। বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের আয়োজনে বুদ্ধিজীবী চত্বরে বসেছে এ মেলা। আজ বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীব মেলার উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, আরইউসিসির সভাপতি প্রান্ত বড়ুয়াসহ অন্যান্য সদস্যরা। মেলায় দেশের শীর্ষস্থানীয় ২৫টিরও বেশি কোম্পানি অংশগ্রহণ করেছে। দিনব্যাপী মেলায় চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা সিভি নিয়ে চাকরির সন্ধানে ভিড় করেন।

চাকরি মেলার আয়োজকরা জানান, এবারের জব ফেয়ারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য সরাসরি ক্যাম্পাস থেকেই চাকরিতে যোগ দেয়ার সুযোগ রয়েছে। অংশগ্রহণকারী কোম্পানিগুলো দিনজুড়ে বিভিন্ন পদের জন্য সিভি সংগ্রহ, স্পট ইন্টারভিউ এবং প্রাথমিক বাছাই প্রক্রিয়া সম্পন্ন করছে।

আরও পড়ুন:

বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক হতে যাওয়া শিক্ষার্থীদের জন্য এটি এক অনন্য সুযোগ বলে জানিয়েছেন আয়োজকরা। এছাড়া বাইরে কোথাও না গিয়ে নিজের ক্যাম্পাস থেকেই পেশাজীবন শুরু করার পথ তৈরি হচ্ছে বলেও জানান।

শিক্ষার্থীদের বাস্তব চাকরির অভিজ্ঞতা, নেটওয়ার্কিং এবং নিয়োগদাতা প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনের জন্য তারা নিয়মিত এ ধরনের আয়োজন করে থাকে। এ বছরের আয়োজনকে তারা ক্যাম্পাসের সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় ক্যারিয়ার ইভেন্ট হিসেবে উল্লেখ করেছেন।

এছাড়াও প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য ছিল বিশেষ কাউন্সেলিং এবং স্কিল ডেভেলপমেন্ট সেশন। কোম্পানিগুলো নিজ নিজ স্টলে উপস্থিত থেকে শিক্ষার্থীদের চাকরির প্রস্তুতি, ইন্ডাস্ট্রির চাহিদা, প্রয়োজনীয় স্কিল এবং ক্যারিয়ার গঠনের পথনির্দেশনা দিয়েছেন। অংশগ্রহণকারীরা সরাসরি তাদের প্রশ্নের উত্তর পেয়েছেন, যা ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসএস