ঢাকা থেকে ফ্লাইটে সিলেট এবং সিলেট থেকে বাফুফের দেয়া গাড়িতে চেপে বাড়িতে ফেরেন সোম। তার আগমনে এলাকাজুড়ে বইছে আনন্দের জোয়ার। তাকে নিয়ে গর্বিত পরিবারের সদস্যরা এবং একইসঙ্গে উচ্ছ্বসিত এলাকার মানুষ।
আরও পড়ুন:
দেশে ফেরার পর শমিত সোম প্রতিশ্রুতি দিয়েছিলেন ভারতের বিপক্ষে বাংলাদেশকে জয় উপহার দেবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করে বাড়ি ফেরাটা বাড়তি মাত্রা যোগ করেছে।
বাংলাদেশি-কানাডিয়ান শমিত সোমের অসাধারণ পারফরম্যান্সে খুশি সারা দেশের ফুটবলপ্রেমীরা। আগামীকাল (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) তার ঢাকায় ফেরার কথা রয়েছে।





