কোলে কন্যা। পাশেই স্ত্রী, বড় ছেলে আর বাবা-মা। চারপাশে সতীর্থ আর বাংলাদেশের টেস্ট ইতিহাসের গুরুত্বপূর্ণ সব মানুষ। আর এমন সবকিছুর মধ্যমণি মুশফিকুর রহিম। পরিসংখ্যানের পাতায় দেশসেরা হয়েছেন আগেই। এবার শততম টেস্ট খেলতে নেমে আভিজাত্যের বিচারেও নিজেকে নিয়েছেন অনন্য উচ্চতায়। বিশ্বের ৮৪তম আর বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিক নামলেন শততম টেস্টে।
২০০৫ সালে লর্ডসে হাবিবুল বাশারের কাছ থেকে নিজের টেস্ট ক্যাপ পেয়েছিলেন মুশফিক। বিশেষ দিনে নতুন টেস্ট ক্যাপও পেলেন সাবেক অধিনায়কের কাছ থেকে। সবুজ ক্যাপের সামনে লেখা ১০০ সংখ্যাটা যেন মুশফিকের বর্ণাঢ্য ক্যারিয়ারের স্বীকৃতি। স্মারক আরও একটি ক্যাপ পেয়েছেন সাবেক অধিনায়ক ও দেশের ১ম টেস্ট ক্যাপধারী আকরাম খানের কাছ থেকে।
আরও পড়ুন:
এছাড়া বিশেষ সম্মাননা পেয়েছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং অধিনায়ক নাজমুল শান্তর কাছ থেকে। এমন ভালোবাসায় স্বাভাবিকভাবেই আপ্লুত মুশফিকুর রহিম।
মুশফিকুর রহিম বলেন, এখানে উপস্থিত সবার প্রতি ধন্যবাদ, আমার পরিবার, স্ত্রী, সতীর্থরা, বন্ধু ও ভক্তদের। বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। তাদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করে যাবো। আয়ারল্যান্ড দলকেও এখানে থাকার জন্য ধন্যবাদ।
ক্যারিয়ারের প্রায় গোধূলি লগ্নে চলে এলেও মুশফিকুর রহিম এখন পর্যন্ত টাইগারদের টেস্ট ক্রিকেটে অবিচ্ছেদ্য নাম। অধিনায়ক শান্ত আর কোচ ফিল সিমন্সের চাওয়া আরও কিছুদিন সাদা পোশাকে দেখা যাবে দেশের ক্রিকেটে কিংবদন্তি বনে যাওয়া মুশফিককে।





