অ্যাটকোর নতুন মহাসচিব আব্দুস সালাম

নতুন মহাসচিব আব্দুস সালাম ও অ্যাটকোর লোগো
নতুন মহাসচিব আব্দুস সালাম ও অ্যাটকোর লোগো | ছবি: এখন টিভি
2

অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) মহাসচিব হয়েছেন একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম। আজ (সোমবার, ১৭ নভেম্বর) অ্যাটকোর ৬৮তম নির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান মহাসচিবের অনুপস্থিতির কারণে একুশে টিভির চেয়ারম্যান আব্দুস সালাম মহাসচিব পদে দায়িত্ব গ্রহণ করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

একুশে টেলিভিশনের সঙ্গে আব্দুস সালামের দীর্ঘদিনের পথচলা। ২০০২ সালে চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ার পর সাবেক চেয়ারম্যান বিদেশে চলে গেলে তিনি প্রতিষ্ঠানটির দায়িত্ব নেন। দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতের রায়ে একুশে টেলিভিশন ফের চালু হয় এবং তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ধীরে ধীরে পুরোনো অবস্থানে ফিরতে থাকে।

পরবর্তীতে নানা জটিলতার কারণে তাকে কারাবন্দি হতে হয় এবং একসময় চ্যানেলটির নিয়ন্ত্রণও হারান। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর আব্দুস সালামকে আবারও একুশে টেলিভিশনের নেতৃত্বে ফেরত আনা হয়। এরপর থেকে তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি চলছে।

এএইচ