জেফরি এপস্টেইনে নথি প্রকাশের পক্ষে ভোট দিতে রিপাবলিকানদের প্রতি ট্রাম্পের আহ্বান

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প | ছবি: সংগৃহীত
0

যৌন নিপীড়নকারী জেফরি এপস্টেইনে নথি প্রকাশের পক্ষে ভোট দিতে মার্কিন প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সদস্যদের আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

রোববার রাতে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, এপস্টেইন-কাণ্ডে তাদের লুকানোর কিছু নেই। যদিও শুরু থেকে ট্রাম্প এই নথি প্রকাশের বিপক্ষে ছিলেন। চলতি সপ্তাহে মার্কিন প্রতিনিধি পরিষদে এপস্টেইনের নথি প্রকাশ বিষয়ক একটি প্রস্তাবে ভোটাভুটি হওয়ার কথা ছিল।

প্রস্তাবটি পাশ হলে এপস্টেইনের গোপন নথি জন সাধারণের সামনে প্রকাশ করবে মার্কিন বিচার বিভাগ। যদিও তার আগে প্রস্তাবটি সিনেটে পাশ হতে হবে। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, বেশ কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতাও চান এপস্টেইনের নথি জনসম্মুখে আসুক। তাই শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হলেন ট্রাম্প।

এএইচ