তিনি বলেন, ‘আমরা প্রত্যাশা করেছিলাম, সরকার জুলাই সনদ নিয়ে যে সংকট এবং অস্পষ্টতার জায়গাগুলো তৈরি হয়েছে, সেগুলোকে দূর করে অত্যন্ত সুনির্দিষ্টভাবে এবং খুবই ক্লিয়ার কাট ওয়েতে জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা হবে, সেই বিষয়গুলোকে জুলাই সনদ বাস্তবায়নের আদেশের মধ্যে তারা উল্লেখ করবেন। কিন্তু জুলাই সনদ আদেশ জারি করা হলেও এমন কিছু জায়গায় অস্পষ্টতা রয়ে গেছে, যাতে করে জুলাই সনদের আসলে পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব হবে কি না তা নিয়ে প্রশ্ন উত্থাপিত হয়।’
এসময় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘বিএনপি-জামায়াতের কথা বিবেচনা করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করা হয়েছে, জনগণের জন্য কিছুই রাখেনি সরকার।’
তিনি বলেন, ‘গণভোটের দিন হ্যাঁ ভোটের মাধ্যমে এ পক্ষগুলোকে লাল কার্ড দেখাতে হবে।’ ৭২-এর সংবিধান থেকে বের হয়ে না আসা পর্যন্ত সনদে স্বাক্ষর করবে না এনসিপি বলেও জানান তিনি।





