রাজশাহীতে বিএনপি সমর্থক দুই নারীকে লাঞ্ছিতের অভিযোগে জামায়াত কর্মীর বিরুদ্ধে মানববন্ধন

রাজশাহীতে মানববন্ধন
রাজশাহীতে মানববন্ধন | ছবি: এখন টিভি
0

রাজশাহীতে জামায়াতে ইসলামীর এক কর্মীর বিরুদ্ধে জাতীয়তাবাদী মহিলা দলের দুই কর্মীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। ধানের শীষের পক্ষে প্রচারণা চালানোয় তাদের একজনকে স্যান্ডেল খুলে মারধরের প্রতিবাদে আজ (শুক্রবার, ১৪ নভেম্বর) সকালে নগরীর সাহেব বাজারে জিরো পয়েন্টে নারী ও শিশু অধিকার ফোরামের ব্যানারে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, হরিয়ানা ইউনিয়ন বিএনপি, মহানগর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ভুক্তভোগী মহিলা দলের দুই কর্মী হলেন- নিলুফা ইয়াসমিন ও তার বোন নূরবানু বেগম। জামায়াতে ইসলামীর অভিযুক্ত কর্মীর নাম নুরুল ইসলাম।

মানববন্ধনে ওই আসনের বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন বলেন, ‘নির্বাচনের ট্রেন চলছে, এ ট্রেনকে বাধাগ্রস্ত করার জন্য বাংলাদেশের রাজনীতিতে কিছুটা হলেও সংশয়ের সম্ভাবনা আছে। তারই একটা স্যাম্পল আমরা রাজশাহীতে দেখতে পাচ্ছি। ধানের শীষের প্রতীকের পক্ষে রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা দেয়া হয়েছে দলের পক্ষ থেকে, সেই সংস্কার নিয়ে যখন আমাদের নারী নেতৃরা কাজ করছে তখন তাদেরকে একটি মহল বাধাগ্রস্ত করছে।’

আরও পড়ুন:

আগামীতে কোনো ফ্যাসিস্ট চক্র আবার যেন মাথা চেড়ে উঠতে না পারে এবং নারীদের যারা হেনস্তা করেছে তাদের দৃষ্টান্ত বিচারের দাবিও করেন তিনি।

উল্লেখ্য, এ ঘটনার পর সেদিন রাতেই ভুক্তভোগী নূরবানু নগরীর কাটাখালী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এছাড়া গতকাল (বৃহস্পতিবার, ১৩ নভেম্বর) সংবাদ সম্মেলন করে অভিযুক্ত নুরুল ইসলামকে দ্রুত গ্রেপ্তার ও ঘটনার বিচার চেয়েছেন তারা।

এসএস