নানা আয়োজনে মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী পালিত

জন্মবার্ষিকী পালিত
জন্মবার্ষিকী পালিত | ছবি: এখন টিভি
0

রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আধুনিক বাংলা গদ্য সাহিত্যের প্রথম মুসলিম রূপকার, ঊনবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক, কালজয়ী উপন্যাস বিষাদসিন্ধুর রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৮তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সকালে বালিয়াকান্দি উপ‌জেলার পদমদী স্মৃতিকেন্দ্রে বাংলা অ্যাকাডেমির আয়োজনে দোয়া মাহ‌ফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এর আগে বাংলা একাডেমি, উপজেলা প্রশাসন, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদসহ স্থানীয় বিভিন্ন সাহিত্য ও সামাজিক সংগঠন সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

আরও পড়ুন:

দিনব্যাপী এ অনুষ্ঠানে আলোচনাসভা রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলা অ্যাকাডেমির সচিব (উপসচিব) ড.মো. সে‌লিম রেজা।

সেজু