নির্বাচনি রেসে নেই আওয়ামী লীগ, সন্ত্রাসী কর্মকাণ্ড করে নির্বাচন বাধাগ্রস্ত করার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ (বুধবার, ১২ নভেম্বর) সকালে গুলশানে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার সৌজন্যে সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে তাৎক্ষণিক ব্রিফিংয়ে সংবাদমাধ্যমের কাছে এ মন্তব্য করেন আমির খসরু।
তিনি বলেন, ‘সন্ত্রাসী কার্যক্রম যে কেউ করতে পারে। সন্ত্রাসী কর্মকাণ্ড কারা করছে সেগুলো বের করা সরকার ও গোয়েন্দা সংস্থার দায়িত্ব।’ সব ধরনের সহিংস কর্মকাণ্ড রোধে সরকার আরও কঠোর অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।