১১তম গ্রেড দেয়ার আশ্বাস সরকারের; প্রজ্ঞাপন ছাড়া মানতে রাজি না প্রাথমিক শিক্ষকরা

শহিদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচী
শহিদ মিনারে শিক্ষকদের অবস্থান কর্মসূচী | ছবি: সংগৃহীত
0

আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ১১তম গ্রেড দেয়ার আশ্বাসে দিয়েছে সরকার। আজ (সোমবার, ১০ নভেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে প্রজ্ঞাপন ছাড়া এ আশ্বাস মানবেন না বলে জানিয়েছেন শিক্ষকরা। যদিও আপাতত আন্দোলন স্থগিত করেছেন তারা। একইসঙ্গে খুব দ্রুতই নতুন কর্মসূচি দেয়ারও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষকরা।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে অর্থ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৈঠকে শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নেয় সরকার।

আরও পড়ুন:

তবে এ আশ্বাসে সন্তুষ্ট নয় জানিয়ে শিক্ষকরা দ্রুতই পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন।

উল্লেখ্য গত ৮ নভেম্বর থেকে দশম গ্রেড বাস্তবায়ন, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেয়া সংক্রান্ত সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তৃতীয় দিনের মতো চলমান এ কর্মসূচিতে যোগ দিয়েছেন সারা দেশ থেকে আগত শিক্ষকরা।

এসএস