এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে অর্থ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বৈঠকে শিক্ষকদের ১১তম গ্রেডে উন্নীত করার সিদ্ধান্ত নেয় সরকার।
আরও পড়ুন:
তবে এ আশ্বাসে সন্তুষ্ট নয় জানিয়ে শিক্ষকরা দ্রুতই পরবর্তী কর্মসূচি ঘোষণার কথা জানিয়েছেন।
উল্লেখ্য গত ৮ নভেম্বর থেকে দশম গ্রেড বাস্তবায়ন, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড দেয়া সংক্রান্ত সমস্যার সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তার দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে অবস্থান কর্মসূচি শুরু করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তৃতীয় দিনের মতো চলমান এ কর্মসূচিতে যোগ দিয়েছেন সারা দেশ থেকে আগত শিক্ষকরা।





