পরিবর্তনই যেন বিপিএলের জন্য একমাত্র ধ্রুবক। বছর বছর ফ্র্যাঞ্চাইজি আর নাম বদলের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার হেঁটেছে ভিন্ন পথে। ৫ ফ্র্যাঞ্চাইজির নাম এবং মালিকানা দিয়ে রেখেছে দীর্ঘ মেয়াদের জন্য। সেই আনুষ্ঠানিকতার পরেই দলগুলো নিজেদের পছন্দের খেলোয়াড়দের সরাসরি চুক্তিতে ভেড়াতে কাজ শুরু করেছে।
দীর্ঘদিন পর গত বিপিএল দিয়ে মাঠে ফিরেছিল রাজশাহী। যদিও তাদের এই ফেরা ছিল বিতর্কে ঠাসা। এবার রাজশাহী হাজির ‘ওয়ারিয়র্স’ নাম নিয়ে। শুরুটাও তাদের হলো ভালোভাবেই। জাতীয় দলের ওপেনার তানজিদ হাসান তামিমকে সরাসরি চুক্তিতে দলে টেনেছে তারা।
এ দলের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে সাবেক নির্বাচক ও ঘরোয়া ক্রিকেট কোচিংয়ে চেনা মুখ হান্নান সরকারকে। জাতীয় দলের সংক্ষিপ্ত সংস্করণের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও দলে টেনেছে তারা।
আরও পড়ুন:
ঢাকা ক্যাপিটালস নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে জানান দিয়েছে দুই সাইনিংকে। ফর্মে থাকা ওপেনার সাইফ হাসান এবং পেসার তাসকিন আহমেদকে নিজেদের ডেরায় ভিড়িয়েছে রাজধানীর দলটি।
আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও গুঞ্জন ডালপালা মেলেছে সিলেট টাইটান্সকে নিয়ে। মেহেদি হাসান মিরাজ এবং নাসুম আহমেদের স্পিনিং জুটি দেখা যেতে পারে সুরমা পাড়ের ফ্র্যাঞ্চাইজিতে। এছাড়া শ্রীলঙ্কার কুশাল মেন্ডিস এবং পাকিস্তানের মোহাম্মদ আমিরকে নিয়েও সম্ভাবনা রয়েছে। আর রংপুর রাইডার্সের জার্সি গায়ে জড়াতে পারেন দুই অভিজ্ঞ মুখ নুরুল হাসান সোহান এবং মুস্তাফিজুর রহমান।
দল গঠনের এসব গুঞ্জন থেকে খানিক পিছিয়ে চিটাগাং রয়্যালস। অবশ্য দরজায় কড়া নাড়তে থাকা বিপিএল সামনের দিনগুলোতে দলগঠনে আরও বড় কিছু নাম উপহার দেবে, এমন প্রত্যাশা করা যেতেই পারে।
