পেঁয়াজের দাম স্বাভাবিক না হলে আমদানির অনুমোদন: বাণিজ্য উপদেষ্টা

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন | ছবি: সংগৃহীত
0

বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়া যৌক্তিক নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘আগামী কয়েক দিনের মধ্যে বাজার স্বাভাবিক না হলে পেঁয়াজ আমদানির অনুমোদন দেয়া হবে।’ আজ (রোববার, ৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

কবে কমবে পেঁয়াজের দাম

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘হঠাৎ করে পেঁয়াজের দাম ৪০ থেকে ৫০ টাকা বেড়ে যাওয়া কোনোভাবেই যৌক্তিক নয়। দেশে পেঁয়াজের বাম্পার ফলন হয়েছে, কোনো সংকট নেই।’

তিনি আরও জানান, পেঁয়াজ সংরক্ষণের জন্য সরকার ১০ হাজার হাই ফ্লো মেশিন সরবরাহ করেছে। এছাড়া পেঁয়াজ আমদানির জন্য ২ হাজার ৮০০টি আবেদন পড়েছে। আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বাজারের মূল্য সহনীয় পর্যায়ে না এলে আমদানির অনুমোদন ইস্যু করা হবে।

আরও পড়ুন:

পেঁয়াজের বাজারে আগুন

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘হঠাৎ বৃষ্টি, মৌসুমের শেষ এবং মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসার মতো কারণগুলোতে দাম কিছুটা বেড়েছে। আশা করছি, এক সপ্তাহের মধ্যেই বাজার স্থিতিশীল হবে। তবে যদি তা না হয়, আমদানির অনুমোদন দেয়া হবে।’

তিনি আরও যোগ করেন, ‘এখনই আমদানির অনুমতি দিলে বাজারে ধস নামবে, সেটা আমরা চাই না। চাই বাজার নিজস্ব গতিতে স্বাভাবিক হোক।’

ইএ