গতকাল (শুক্রবার, ৭ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যার পর মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের লাইভ ক্যামেরায় ধরা দেয়, হাওয়াইয়ের বিগ আইল্যান্ডে অবস্থিত কিলাউইয়ার ভয়ঙ্কর সৌন্দর্য।
আরও পড়ুন:
পর্বতের জ্বালামুখ থেকে নিচের দিকে বিরতিহীনভাবে বইতে শুরু করে গলিত লাভার স্রোত। গেলো অক্টোবরেও দেড় হাজার ফুট উঁচুতে পৌঁছেছিল ঝর্ণার লাভার উচ্চতা। সেসময় এক লাখ ঘনমিটার লাভা উদগীরণ করে কিলাউইয়া। গড়ে প্রতি সেকেন্ডে নিসৃত হয়েছিল প্রায় ৪০০ ঘনমিটার লাভা।





