প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে চারটি সংগঠনের শিক্ষকরা এ অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। অংশগ্রহণকারী শিক্ষকরা জানিয়েছেন, দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
আরও পড়ুন:
এর আগে একাধিকবার আলোচনায় বসা হলেও ফল পাওয়া যায়নি। তাই এবার রাজপথেই সমাধান আদায় করার ঘোষণা দিয়েছেন তারা।
সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা দূর করা ও শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার শপথ পাঠ করার কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।





