নির্বাচনের বিরোধীরাই চট্টগ্রামে হামলার পেছনে থাকতে পারে, খসরুর উদ্বেগ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত
1

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উদ্বেগ প্রকাশ করে বলেছেন, যারা নির্বাচনের বিরোধী, তারা কী চট্টগ্রামে সন্ত্রাসী হামলা ঘটিয়েছে এবং সন্ত্রাসীদের সহযোগিতা করছে কি না—এই প্রশ্ন উড়িয়ে দেয়া যায় না। আজ (শুক্রবার, ৭ নভেম্বর) সকালে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে গুলিবিদ্ধ বিএনপি প্রার্থী চট্টগ্রাম-৮ এর এরশাদ উল্লাহকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, দুপুর ১টার দিকে প্রার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। খসরু বলেন, ‘যারা নির্বাচন চাইছে না এবং নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে, তারা কী প্রার্থীর প্রচারণায় সন্ত্রাসী হামলা করেছে এবং ষড়যন্ত্র করছে, তা খতিয়ে দেখা উচিত।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষ সাহসী এবং অতীতে এর চেয়েও খারাপ পরিস্থিতি মোকাবিলা করেছে। জনগণ যদি নির্বাচন মাধ্যমে তাদের প্রতিনিধি সংসদে দেখতে চায়, তবে এই ধরনের ষড়যন্ত্র ব্যর্থ হবে।’

খসরু আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ারও আহ্বান জানান। তিনি উল্লেখ করেন, বিএনপি জনগণের দল এবং নির্বাচনি প্রচারণা চালানোর ক্ষেত্রে তাদের কোনো ভয় নেই, কারণ জনগণই তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।

ইএ