লেফটেন্যান্ট কর্নেল লুৎফর রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) ভোরে শ্রীপুরের একটি বাড়িতে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী এনামুল হক মোল্লাকে তার বাসার পানির ট্যাংক থেকে আটক করা হয়েছে। তার সঙ্গে আরও ৬ জন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়। এসময় দেশি-বিদেশি অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনী জানায়, এনামুলের বিরুদ্ধে একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে এবং কিছু মামলায় ওয়ারেন্টও জারি আছে। তবে তার গ্রেপ্তারকে রাজনৈতিক রূপ দিয়ে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে।
আরও পড়ুন:
সেনাবাহিনী কোনো ব্যক্তি বা দলের পক্ষে নয় জানিয়ে অপপ্রচারে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
এ সংবাদ সম্মেলনে সেনাবাহিনী আরও জানায়, গাজীপুরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা ও আসন্ন নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।





