আজ (বৃহস্পতিবার, ৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর একটি কনভেনশন হলে মহানগর জামায়াত ইসলামী আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
এসময় জামায়াত আমির বলেন, ‘জামায়াত ইসলামী সরকার গঠন করলে সব দলকে নিয়ে দেশ গঠন করার কাজ করবে।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচনে জামায়াত থেকে যারা এমপি নির্বাচিত হবে, তারা সরকারি কোনো প্লট কিংবা বিনা ট্যাক্সে গাড়ি গ্রহণ করবে না।’
আরও পড়ুন:
ঐক্যবদ্ধ একটা জাতি গড়ার জন্য দল ও ধর্মের ভিত্তিতে আর দেশকে টুকরা টুকরা করা যাবে না বলেও মন্তব্য করেন জামায়াতের সর্বোচ্চ এ নেতা।
ডা. শফিকুর রহমান বলেন, ‘নির্বাচনের আগে কোনো কোনো দল রাজনীতিকে ইবাদত মনে করলেও, নির্বাচিত হলে ইবাদতের খাজনা আদায় করা শুরু করে।
তিনি আরও বলেন, ‘দেশের রন্ধ্রে রন্ধ্রে ইঁদুর বসে আছে, যারা সমাজের রশি কাটছে।’
এর আগে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। এছাড়া সিলেট জেলা ও মহানগরের বিভিন্ন নেতারাও বক্তব্য রাখেন।





