কুষ্টিয়া-১: বঞ্চিত প্রার্থীর সমর্থকদের বাড়ি-অফিসে মনোনীত নেতার সমর্থকদের হামলা

বিক্ষোভ মিছিল মনোনয়নবঞ্চিত সমর্থকরা
বিক্ষোভ মিছিল মনোনয়নবঞ্চিত সমর্থকরা | ছবি: এখন টিভি
0

কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লার সমর্থকদের হামলা, বাড়িঘরে ককটেল বিস্ফোরণ ও অফিস ভাঙচুরের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে মনোনয়নবঞ্চিত ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল সমর্থকরা।

আজ (মঙ্গলবার, ৪ নভেম্বর) বিকেলে উপজেলার সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় চত্বর থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সেন্টার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনতাজের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি আলতাফ হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান হাবলু মোল্লা, হারুনুর রশীদ, আলাউদ্দিন বাদল ও যুবদল নেতা জাফর ইকবালসহ অন্যান্যরা।

আরও পড়ুন:

এসময় বক্তারা বলেন, মনোনয়ন ঘোষণার পরপরই জুয়েল সমর্থক উপজেলা যুবদলের সদস্য সচিব রেজাউর রহমান মাসুমের বাড়িতে পাঁচটি ককটেল বিস্ফোরণ, উপজেলা এলাকার তিনটি অফিস কার্যালয়ে ভাঙচুর ও তালাবদ্ধ করে দেয় রেজা আহমেদ বাচ্চু মোল্লার সমর্থকরা।

এছাড়াও খালেদা জিয়া, তারেক রহমান ও ধানের শীষের ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা, অগ্নিসংযোগ করা হয়েছে। এঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

উল্লেখ্য, গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কুষ্টিয়া-১ আসনে রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এ ব্যাপারে বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লার জানান, এ ধরনের অভিযোগ ভুয়া এবং মিথ্যা। মনোনয়ন ঘোষণার পরই জুয়েল ও আলতাফসহ তাদের বাড়িতে আমি নিজে গিয়েছি। এসব মিথ্যা ছড়িয়ে গণমাধ্যমে খবর প্রচার করার চেষ্টা করছে। এছাড়া কিছুই না।

সেজু