প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, আহ ভোরে কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অধীনস্থ ভারত সীমান্তবর্তী যশপুর বিওপির একটি বিশেষ টহল দল সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করে। সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে এ অভিযান চালানো হয়।
লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানান, অভিযানে সীমান্ত এলাকা থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, ‘এর আগে থেকেই আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পথে অস্ত্র প্রবেশের সম্ভাবনা রয়েছে। এসব অস্ত্র দেশে অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টির জন্য ব্যবহার হতে পারে। আজকের অভিযান মূলত মাদকবিরোধী ছিল। তবে অভিযান চলাকালে দেখা যায়, মাদকের আড়ালে অস্ত্র চোরাচালানের কার্যক্রমও চলছে। বর্তমানে সীমান্তে চোরাচালান রোধে আগের চেয়ে আমাদের কাছে অনেক বেশি তথ্য ও গোয়েন্দা সহযোগিতা রয়েছে।’





