আসিফ বলেন, ‘আমাদের তরুণদের মৌলিক সামরিক শিক্ষা ও সচেতনতা বাড়লে যাদের ক্ষতি, যারা আর আমাদের গোলামির শেকল পরিয়ে রাখতে পারবে না। তাদের দিক থেকে প্রোপাগান্ডা শুরু হয়ে গেছে।
সিস্টেমের ভেতরে থাকা গোলাম, এজেন্টদের দিয়ে আত্মরক্ষা প্রশিক্ষণ প্রকল্প নিতে পদে পদে বাধা সৃষ্টি করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘৮ মাসের বেশি লেগে গেছে প্রকল্প পাশ করতেই। এখন যখন বাস্তবায়নের পথে তখন এদের পত্রিকাগুলো ন্যারেটিভ নির্মাণ শুরু করে দিয়েছে।’
আরও পড়ুন:
তিনি জানান, আমাদের বিএনসিসির ক্যাডেটরা বাৎসরিক ক্যাম্পে এর থেকে এডভান্স প্রশিক্ষণ পান। আমি নিজেও সেই প্রশিক্ষণ নিয়েছি। ভবিষ্যতে এই প্রশিক্ষণ আরও অ্যাডভান্স এবং বড় পরিসরে করা প্রয়োজন।





