বিশ্ববাজারে দামের সঙ্গে রেকর্ড স্বর্ণের চাহিদা, মজুত বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংকগুলো

স্বর্ণের দাম বেড়েছে বিশ্ববাজারে
স্বর্ণের দাম বেড়েছে বিশ্ববাজারে | ঊর্ধ্বমুখী স্বর্ণের বাজার: ক্রেতা হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের মুখে ভারতীয় স্বর্ণকাররা
1

বিশ্ববাজারে রেকর্ড ছাড়িয়েছে স্বর্ণের চাহিদা। দফায় দফায় দর বাড়লেও নিরাপদ বিনিয়োগ হিসেবে কয়েন ও গোল্ডবার কিনছেন অনেকে। কেন্দ্রীয় ব্যাংকও বাড়াচ্ছে মজুত। এ অবস্থায় সামনের দিনে আরও বাড়তে পারে মূল্যবান এ ধাতুটির দর, এমনটাই মত বিশ্লেষকদের।

দেশের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও বেশ চমক দেখাচ্ছে স্বর্ণের দর। প্রায় প্রতিদিনই উঠানামার মধ্যেই রয়েছে মূল্যবান এই ধাতুটির দাম।

তবে সব রেকর্ড পেছনে ফেলে বিশ্ববাজারে এ বছর চাহিদার শীর্ষে রয়েছে স্বর্ণ। বৃহস্পতিবার ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। যেখানে বলা হয়েছে, এ বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী সোনার চাহিদা বেড়েছে সবচেয়ে বেশি।

চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে স্বর্ণের চাহিদা ৩ শতাংশ বেড়ে ১ হাজার ৩১৩ টন ছাড়িয়েছে। যার মূল্য ১৪৬ বিলিয়ন ডলার। যেখানে দর বেড়েছে ৪৪ শতাংশ। যেখানে বছরের প্রথম ৯ মাসে স্বর্ণের চাহিদা ১ শতাংশ বেড়ে ৩ হাজার ৭১৭ টন। যার মূল্য ৩৮৪ বিলিয়ন ডলার।

আরও পড়ুন:

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিনিয়োগের নিরাপদ মাধ্যম হিসেবে দিন দিন চাহিদা বাড়ছে স্বর্ণের। তৃতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী স্বর্ণখাতে বিনিয়োগ ৪৭ শতাংশ বেড়ে ৫৩৭ টন হয়েছে। যা মোট চাহিদার ৫৫ শতাংশ। এছাড়াও বিশ্বব্যাপী স্বর্ণের মজুত বাড়ছে বলেও প্রতিবেদনে উঠে আসে। যার পরিমাণ দাঁড়িয়েছে ২২২ টন।

এতো বিপুল চাহিদার জন্যই মূলত লাফিয়ে লাফিয়ে বাড়ছে স্বর্ণের দর। জুনের শেষ দিকে যেখানে প্রতি আউন্স স্বর্ণের দর ছিলো ৩ হাজার ৩শ' ৭ ডলার, সেপ্টেম্বরে ১৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩হাজার ৮৭৩ ডলার। অক্টোবরে যা অতিক্রম করে ৪ হাজার ডলার। গেলো ২০ অক্টোবর স্বর্ণের দর রেকর্ড ৪ হাজার ৩৯২ ডলার ছাড়ায়। দর ঊর্ধ্বমুখী থাকা স্বত্বেও এর মজুত বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংকগুলো।

স্বর্ণের বাজারে গহনার চেয়ে বেড়েছে কয়েন ও বারের চাহিদা। ভূ-রাজনৈতিক উত্তেজনা, ক্রমাগত মূল্যস্ফীতি বৃদ্ধি ও বৈশ্বিক বাণিজ্যিক নীতির পরিবর্তনের জন্যই নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বেছে নিচ্ছেন অনেকে। এমনটাই মত বিশ্লেষকদের। ডলারের মান হ্রাস ও যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ কমে যাওয়ায় সামনের দিনগুলোতে এর দর আরও বড়তে পারে বলে পূর্বাভাস তাদের।

ইএ