উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৭৩৫ গ্রাম। যার মূল্য এক কোটি ২৬ লাখ চল্লিশ হাজার টাকার বেশি বলে দাবি করেছে বিজিবি।
আটককৃত ব্যক্তি হলেন, যশোরের শার্শা উপজেলার ছোট আঁচড়া গ্রামের রুহুল আমিনের ছেলে আবু বক্কর সিদ্দিক (৩৪)।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, নিয়মিত টহল ও চেকপোস্ট পরিচালনা করেছে বিজিবি। আজ দুপুরে নিয়মিত টহল দল যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজের উপর অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন:
এসময় আটককৃত ব্যক্তির কোমরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায়। ঢাকা থেকে যশোর হয়ে ভারতে পাচার করার উদ্দেশে স্বর্ণবার নিয়ে যাচ্ছিলো।
তিনি আরও জানান, ঢাকার যাত্রাবাড়ী এলাকার চোরাকারবারীদের থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোরে যাচ্ছিলো। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





