তিনি বলেন, ‘বর্তমান সরকার তৃণমূল পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার লক্ষে বিভিন্ন ধরনের পদক্ষেপ হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। খেলাধুলার মাধ্যমে তরুণরা নিজেদের বুদ্ধিমত্তার বিকাশ ঘটিয়ে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারে।’
আরও পড়ুন:
তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে ২০২৫-২৬ অর্থবছরে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিস, নোয়াখালীর আয়োজনে ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টটি সফল করতে খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংশ্লিষ্ট সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
নোয়াখালী জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি এর সঞ্চালনায় এ সময় জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য এ.এস.এম.নাসিম, জেলা ফুটবল কোচ আকবার হোসেন রিদন, ক্রীড়া সংগঠক সিরাজুল ইসলাম শাহীনসহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও ক্রীড়া সংগঠকবৃন্দ উপস্থিত ছিলেন।





