জানা যায়, বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে বাসটি। হঠাত এতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।(বিআরটিসি বাসটির রেজিস্ট্রেশন নম্বর- ব্রাহ্মণবাড়িয়া-ব, ১১-০০০৪ ) বাসটির পেছন থেকে ব্যাটারি সংযোগ যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয় বলে জানায় সংশ্লিষ্টরা।
এতে বাসটির ওপরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও উজিরপুর মডেল থানা পুলিশ উপস্থিত হয়।
বরিশাল হাইওয়ে পুলিশের গৌরনদী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানিয়েছেন, বিআরটিসি বাসটিতে ৩০ জন যাত্রী ছিল। সবাই অক্ষত থাকলে ও তাদের মালামাল পুরে গেছে। এ ঘটনায় সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।





