ঢাকা-বরিশাল মহাসড়কে বিআরটিসির বাসে আগুন

আগুনে পুড়ছে বাস
আগুনে পুড়ছে বাস | ছবি: এখন টিভি
0

ঢাকা-বরিশাল মহাসড়কে একটি চলন্ত বিআরটিসি বাস অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। ‎আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) দুপুর পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বরিশাল থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা করে বাসটি। হঠাত এতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।(বিআরটিসি বাসটির রেজিস্ট্রেশন নম্বর- ব্রাহ্মণবাড়িয়া-ব, ১১-০০০৪ ) বাসটির পেছন থেকে ব্যাটারি সংযোগ যান্ত্রিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয় বলে জানায় সংশ্লিষ্টরা।

‎‎এতে বাসটির ওপরের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ‎‎ঘটনার খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও উজিরপুর মডেল থানা পুলিশ উপস্থিত হয়।‎

‎বরিশাল হাইওয়ে পুলিশের গৌরনদী থানার অফিসার ইনচার্জ মো. আমিনুর রহমান জানিয়েছেন, বিআরটিসি বাসটিতে ৩০ জন যাত্রী ছিল। সবাই অক্ষত থাকলে ও তাদের মালামাল পুরে গেছে। এ ঘটনায় সড়কে আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।‎

এএইচ