রাবি শিক্ষার্থী সায়মার মৃত্যুর বিচারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি | ছবি: এখন টিভি
0

কর্তব্যরতদের অবহেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সায়মার মৃত্যুর বিচারের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সমাজবিজ্ঞান বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। আজ (মঙ্গলবার, ২৮ অক্টোবর) সকাল ১১টা থেকে দ্বিতীয় দিনের মতো তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন।

গত শনিবার (২৫ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে সমাজবিজ্ঞান বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের সায়মা হোসাইন নামের ওই ছাত্রীর মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সাঁতার প্রশিক্ষকের দায়িত্বের অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে বলে দাবি করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের অব্যবস্থাপনার কারণে চিকিৎসা সেবা পেতে বিঘ্নিত হয়েছে বলেও অভিযোগ তুলছেন তারা।

আরও পড়ুন:

সায়মার মৃত্যুর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত সময়ের মধ্যে বিচারের করাসহ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের সংস্কার চেয়ে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন।

দাবি আদায় না হলে কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এসএস