রপ্তানি দ্বিগুণ করতে আসিয়ানভুক্ত দেশে মুক্ত বাণিজ্য চুক্তি করছে কানাডা

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি | ছবি: সংগৃহীত
0

যুক্তরাষ্ট্রের বাজারের বাইরে রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্যে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করতে যাচ্ছে কানাডা। ২০২৬ সালের মধ্যেই এ চুক্তি হবে বলে জানান কানাডার প্রধানমন্ত্রী। এছাড়া তার আশা, ট্রাম্প প্রশাসন একটু ইতিবাচক হলেই সুরাহা সম্ভব শুল্ক ইস্যুর।

কানাডা শুধুই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর থাকতে চায় না, দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট- আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলনে এ কথাই স্পষ্ট করলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। আগামী বছরগুলোতে যুক্তরাষ্ট্রের বাইরে রপ্তানি দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছেন তিনি। এ জন্য ২০২৬ সালের মধ্যে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে করতে চান মুক্ত বাণিজ্য চুক্তি।

আসিয়ানের দেশগুলোর নেতাদের সঙ্গে আলাদা করে বৈঠকে মূল আলোচ্য বিষয়ই ছিল বাণিজ্য সম্প্রসারণ।

আরও পড়ুন:

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেন, ‘আগামী এক দশকের মধ্যে আমরা যুক্তরাষ্ট্রের বাইরে রপ্তানি বাড়াতে চাই। এর অংশ হিসেবে আসিয়ানের দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হবে আগামী বছরের মধ্যে।’

মার্ক কার্নি এখনও বিশ্বাস করেন, যুক্তরাষ্ট্র সবুজ সংকেত দিলেই শুল্ক ইস্যুতে সুষ্ঠু আলোচনা হতে পারে।

মার্ক কার্নি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে সেরা চুক্তি বের করে আনতে হবে। কানডার কর্মজীবী ও তাদের পরিবারের জন্য যা জরুরি। এটা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। বাজেট ঘোষণা করেছি, বিনিয়োগ আরও বাড়াতে হবে।’

ট্রাম্পের শুল্ক নীতি বৈশ্বিক বাণিজ্য পদ্ধতিকে মৌলিকভাবে পরিবর্তন করছে। যাতে সংকট আরও বাড়ছে। তবে কানাডা সব সময় বাণিজ্য চুক্তি ও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল বলেও জানালেন মার্ক কার্নি।

ইএ