বিএনপি ক্ষমতায় আসলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেবে: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ | ছবি: সংগৃহীত
0

বিএনপি ক্ষমতায় আসলে প্রাথমিক পর্যায়ে পদ তৈরি করে ধর্মীয় ও নৈতিকতা বিষয়ে শিক্ষক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ (শনিবার, ২৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং ধর্মীয় মূল্যবোধ পরিপন্থী সকল সিদ্ধান্ত বাতিলের দাবিতে এক সেমিনারে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

এ সময় সংখ্যালঘু শিক্ষার্থীদের জন্য আলাদা শিক্ষক নিয়োগের প্রয়োজন হলে সেটা নিয়েও বিএনপি আলোচনা করবে বলে জানান তিনি।

আরও পড়ুন:

একই সেমিনারে অংশ নিয়ে অবিলম্বে প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও নতুন প্রজন্মকে নষ্ট করতে চাইলে সেটা এ দেশের জনগণ মানবে না।

এছাড়া এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, শেখ হাসিনার আমলে পুরো শিক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। এমনকি, ভারতীয় মিডিয়ার মাধ্যমে শেখ হাসিনা দেশে অপসংস্কৃতি ঢুকিয়েছে বলেও অভিযোগ তুলেন তিনি। এসময় এনসিপি ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হবে বলেও জানান তিনি।

ইএ