ভারতের সঙ্গে সিরিজ চললেও অস্ট্রেলিয়ার মূল লক্ষ্য অ্যাশেজ। আর তাই প্রথম দুই ম্যাচ জিতে ওয়ানডে সিরিজ নিশ্চিত হওয়ায় শেষ ম্যাচের আগে স্কোয়াডের কিছু ক্রিকেটারকে লাল বলের প্রস্তুতির জন্য ঘরোয়া ক্রিকেটে খেলতে পাঠাচ্ছে স্বাগতিকরা।
আরও পড়ুন:
শেষ ওয়ানডেতে বাদ দেয়া হয়েছে মার্নাস লাবুশেনকে। তিনি শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে খেলবেন। ডাক পেয়েছেন জ্যাক এডওয়ার্ডস ও ম্যাথু কুনেম্যান।
দুজনের মাঝে আন্তর্জাতিক ক্রিকেটে এখনও অভিষেক হয়নি জ্যাকের। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ থেকে দলের সঙ্গে যুক্ত হবেন গ্লেন ম্যাক্সওয়েল। এছাড়া বেন ডোয়ারশুইশ খেলবেন সিরিজের শেষ দুই টি-টোয়েন্টিতে।





